নাটোরে আম গাছে ঝুলছিলো স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ

0
125
nATORE KANTHO

নাটোর কন্ঠ : নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউপির সিরাজিপুর গ্রামের একটি আম গাছ থেকে নরেশ চন্দ্র সরকার (৫৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার নগেন্দ্রনাথ সরকারের ছেলেও গোপালপুর বাজারের শ্রী দূর্গা জুয়েলার্সের মালিক ছিলেন তিনি।

স্থানীয়ও পরিবার সূত্রে জানাগেছে, নরেশ চন্দ্র সরকার দীর্ঘদিন থেকে মানুষিক রোগে আক্রান্ত ছিলো। মঙ্গলবার সন্ধ্যা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। আজ সকাল ১১ টার দিকে একই গ্রামের একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালপুর থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেন।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডিডি) মামলা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে’ বলে জানান এই কর্মকর্তা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে এবারও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল শীর্ষে
পরবর্তী নিবন্ধনাটোরে সড়ক দূ্র্ঘটনায় আহত বৃদ্ধের দেহে মিলল ফেন্সিডিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে