নাটোরে কঠোর অবস্থানে প্রশাসন : ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

0
170
nATORE KANTHO

নাটোর কন্ঠ : নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে জেলা ব্যাপী ৭ টি মোবাইল টিম ১৫ টি অভিযান পরিচালনা করেছে। এ সময় ম্যাজিস্ট্রেটগণ বিধিনিষেধ না মানা, স্বাস্থ্য বিধি ভঙ্গ সহ বিভিন্ন অপরাধে ২২ টি মামলা দায়ের করেন।

nATORE KANTHO

এছাড়া এ সমস্ত অপরাধে ২২ জন ব্যক্তিকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের থেকে জরিমানা আদায় করা হয় ৬,৭০০ টাকা। জরিমানা ও মামলার পরিমাণ বাড়লেও মানুষ কিন্তু কথা শুনছে না এ বিষয়ে আরও কঠোর হওয়ার পরামর্শ সচেতন মহলের।

nATORE KANTHO

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, ‘বিধিনিষেধ সফল করতে ও মানুষকে ঘরে রাখতে প্রতিনিয়ত আমাদের ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি আমরা মানুষদেরকে উদ্বুদ্ধ করছি ঘরে থাকবার জন্য।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধছদ্মবেশে জীবন জীবীকা -কবি আনিছুর রহমান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধপাহাড়-নদী -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে