নাটোরে খালেদা জিয়ার কারাবন্দীত্বের ৩ বছর পালিত 

0
187
স্টাফ রিপোর্টার নাটোরকন্ঠ :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাা জিয়ার  কারা বন্দিত্বের ৩ বছর পূর্তি উপলক্ষে সোমবার সকালে নাটোর জেলা বিএনপি  আলাইপুর রস্থ অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক  আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য  রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, বাবুল চৌধুরী, রফিকুল ইসলাম মাষ্টার। সভায় বক্তারা, বিএনপি চেয়ারপার্সন  খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা দিয়ে বন্দি করে রেখেছে এই বাকশালী সরকার।

গণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনাকারী সরকারের  পতন হবে এবং তাদের কেউ সাজা ভোগ করতে হবে। আলোচনা সভাশেষে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, আজকের কর্মসূচিতে অংশ নিতে আসা চারজন নেতাকর্মীকে ক্রিকেটে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করেছে শাসকদলীয় সন্ত্রাসীরা।

এ সময় আহত হয় বিএনপি নেতা ওসমান আলী,আবুল খায়ের, যুবদল নেতা নজরুল ইসলাম ও ইউসুফ আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম,রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অপরদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা দাবী করেছে এ ধরণের কোন ঘটনায় ঘটেনি।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে শিক্ষক সোহেল রানা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে