নাটোরে গঙ্গাস্নানে পূণ্যার্থীদের ভির

0
95
গঙ্গাস্নান

নাটোর কন্ঠ : নাটোরে হাজার হাজার পূণ্যার্থীর অংশ গ্রহনে গদাই নদীতে বারুনী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। আজ রোববার সদর উপজেলার গদাই নদীর বাকসোর ঘাটে ভোর থেকে দিনব্যাপী এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির সদস্য রনজিত দাস জানান,প্রতি বছর দোল পূর্নিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে স্নান করতে আসেন।

পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী বাকসোর ঘাটে ভীড় জমাতে থাকেন। পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় স্নান ও পূজা শেষে পরম শান্তিতে তারা আবার ফিরে যায় সংসার জীবনে।

আয়োজক কমিটির অপর সদস্য পরিমল কুমার জানান,স্নান উৎসব শেষে রাতে কালী পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে বাকসোর ঘাট এলাকা জুড়ে রকমারী পসরা নিয়ে বসে মেলা।

এছাড়া বসে গ্রামীণ ঐতিহ্য নাগর দোলা। দুরদরান্ত থেকে এসে জড়ো হয় সাধু সন্ন্যাসিরা। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তারা এই মেলার আয়োজন করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকাছিকাটা যাও -আলী আককাছ‘এর ছড়া
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুর ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে