নাটোরে চিনিকল বিক্রি বন্ধ ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে আন্দোলন

0
283

নাটোরে চিনিকল বিক্রি বন্ধ ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে আন্দোলন

স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোরে চিনিকল বিক্রির পাঁয়তারা বন্ধ ও শ্রমিক কর্মচারীদের পাওনা সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে নাটোর সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।

সকালে মেইলগেট অবস্থান নিয়ে তারা অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। দ্রুত চিনিকল চালু করে আখ চাষীদের আখ কেনার ব্যবস্থা সহ শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধের দ্রুত দাবি জানান বক্তারা। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মিজানুর রহমান, আব্দুর রশিদ, সাইফুর রহমান সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মিল বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ কৃষক ও শ্রমিকদের দাবি মেনে নেওয়া না হলে রেলপথ সড়কপথ অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও প্রতিবাদ সমাবেশ থেকে হুমকি প্রদান করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের প্রতিবাদে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় হিরোইনসহ একজন আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে