নাটোর কন্ঠ : নাটোরে জেলা পুলিশের উদ্দোগে জাতীয় শোক দিবস ও গণমাধ্যম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অবিচ্ছেদ্য। দীর্ঘদিন ৭৫ এর ১৫ই আগস্টের কালোরাত্রির ঘটনাপ্রবাহ দেশের মানুষকে জানতে দেওয়া হয়নি। কিন্তু পরবর্তিতে গণমাধ্যমের কর্মীদের লেখনীর মাধ্যমে তা জানা গেছে। বঙ্গবন্ধুর আত্মদান এবং অবদান জানতে পেরে তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আবদ্ধ হচ্ছে বর্তমান প্রজন্ম।’
নাটোর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মহসীন এর সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।