নাটোরে ন্যায় বিচারের দাবিতে শিশুসহ ডিসি অফিসে জয়ীতা নারীর অবস্থান

0
299

নাটোরে ন্যায় বিচারের দাবিতে শিশুসহ ডিসি অফিসে জয়ীতা নারীর অবস্থান

স্টাফ রিপোর্টার নাটোর
ন্যায় বিচারের দাবিতে নিজের শিশু সন্তান সহ নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেছে এক জয়ীতা নারী।বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচী পালন করেন মরিয়ম খাতুন নামের ওই জয়ীতা।এসময় তিনি অভিযোগ করেন,ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীতে মাঠ পর্যায়ে কাজ করতেন তিনি।এ অবস্থায় ২০১৫ সালে তৎকালীন জেলা ব্যবস্থাপক আকছেদ আলী অফিস কক্ষে তাকে যৌন নিপিড়ন করে।প্রতিবাদ করায় দুর্বল কর্মি হিসাবে মরিয়মকে চাকরিচ্যুত করা হয়।স্বামীও তাকে ছেড়ে চলে যায়।অথচ কর্মদক্ষতার কারনে জয়ীতা হিসাবে স্বীকৃতি পান মরিয়ম।স্বামী,সংসার চাকরি হারিয়ে গৃহহীণ অসহায় অবস্থায় একমাত্র কন্যাকে নিয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন মরিয়ম।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপরাজয় -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়া পৌরসভার মেয়র হিসেবে “ইউসুফ আলীর” দ্বায়িত্ব গ্রহণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে