নাটোরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন,৬ লাখ টাকার ক্ষতি

0
331

স্টাফ রিপোর্টার নাটোরকন্ঠ : নাটোরের নাটোর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বাংঙ্গাবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত পুকুরে অসংখ্য ছোট বড় মাছ মরে আছে।

মৎস্য চাষী আতাউর রহমান মিন্টু বলেন, আমি লিজ নিয়ে এই পুকুরে মাছ চাষ করতাম। কিন্তু আমার সাথে পূর্ব শত্রুতার জেরে তরল বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। এতে আমার প্রায় ৬ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত রাতে কে বা কাহারা তরলবিষ প্রয়োগ করে আমার পুকুরে সমস্ত মাছ নিধন করে ।এ সময় কয়েকটি বিষের বোতল পাওয়া যায়। এ বিষয়ে নাটোর সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে ।

এবিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ বলেন, এবিষয়ে একটি এজাহার দাখিল করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে পুলিশি অ্যাকশনে বিএনপির কর্মসূচি পন্ড
পরবর্তী নিবন্ধচলনবিল রক্ষার সভায় নেদারল্যান্ডস রাষ্ট্রদুত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে