নাটোরে প্রথম পর্যায়ে ৪৮ হাজার মানুষ পাবে করোনা টিকা

0
401
নাটোরে ৪৮ হাজার মানুষ পাবে করোনা টিকা

স্টাফ রিপোর্টার, নাটোর ,

নাটোর প্রতিনিধি নাটোর জেলার ৪৮ হাজার মানুষ পাবে করোনা টিকা। টিকার প্রথম চালান এসে পৌছেছে নাটোরে। আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌছেছে ৪৮ হাজার করোনা টিকা। টিকাগুলো গ্রহণ করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক জোবাযের। সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, ৪ টি কার্টুনের প্রতিটিতে ১২০০ ভায়েল করে মোট ৪৮ হাজার টিকা এসে পৌছেছে। প্রতি ভায়েলে ১০ ডোজ করে টিকা রয়েছে যা ১০ জনের শরীরে প্রয়োগ করা যাবে। সিভিল সার্জন আরও জানান, আগামী ৮ই ফেব্রুয়ারি নাটোর আধুনিক সদর হাসপাতালে এই টিকা প্রয়োগ শুরু হবে। প্রথমে ফ্রন্টলাইনার স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হবে।ীীীীঈ উচ্চ ঘ্র ঋণ ঢ়উ
Advertisement
পূর্ববর্তী নিবন্ধমনে পড়লে -শ্রী কৃষাণ কুমার সাহা‌‌‌‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রজেক্ট-১৬ এর উন্নয়ন সভা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে