-6 C
New York
Sunday, September 8, 2024
spot_imgspot_img
প্রচ্ছদ জেলাজুড়ে নাটোরে বড়াল নদীর ১১৭৮ অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ

নাটোরে বড়াল নদীর ১১৭৮ অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ

0
198

 

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে নদ-নদী দখল, দূষণ এবং অন্যান্য অপব্যবহার প্রতিরোধ ও নদী রক্ষা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় নদী রক্ষা কমিশনের ভারপ্রাপ্ত টিম লিডার অরিক্তি সচিব (অব.) সৈয়দ মতলুবুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, আমাদের সকল প্রক্রিয়া শেষের দিকে। এখন বাস্তবায়ন শুরুর সময়। মানুষকে বাঁচতে হলে পানির বিকল্প নাই। তাই পানির ধারা অব্যহত রাখতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মহামন্য হাইকোর্টেে আদেশ বাস্তবায়নে বড়ালসহ ৪৮টি নদীকে সচল করা হবে।

ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে কর্মশালায় বড়াল দখলের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন নদী রক্ষা কমিশনের পানি সম্পদ বিশেষজ্ঞ সাজিদুর রহমান সরদার এবং সহকারী কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা।

বড়াল রক্ষায় করণীয় এবং বাধা সমূহ তুলে ধরে বক্তৃতা করেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এসএম মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন,

বড়াল রক্ষা আনোলনের নেতা ডিএম আলম, মহিবুর রহমান, এএইচএম কামাল, সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, এনজিও কর্মীসহ প্রায় অর্ধশত ব্যক্তি অংশ গ্রহণ করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের ঐতিহ্যবাহী গ্রামীণ গোলা এখন দৃষ্টির আড়ালে
পরবর্তী নিবন্ধরাগ -এম আসলাম লিটন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে