নাটোরে ভূমিহীনদের উচ্ছেদ করে অন্য ভূমিহীনদের জন্য প্রকল্প, প্রতিবাদে মানববন্ধন

0
480
নাটোরে গৃহ নির্মাণ প্রকল্প নিয়ে ভূমিহীনদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার নাটোর
ভূমিহীনদের উচ্ছেদ করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাটোরে গৃহ নির্মাণ প্রকল্পের ঘর তৈরীর অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকার ক্ষতিগ্রস্থ নারী পুরুষ।
দুপুরে সদর উপজেলার বাকশোর দোবিলা এলাকার কয়েকশ’ নারী পুরুষ প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে। এসময় দরিদ্র এসব নারী পুরুষ অভিযোগ করেন, পর্যাপ্ত সরকারি পরিত্যাক্ত খাস জমি থাকা সত্বেও এলাকার মানুষের আপত্তি উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভূমিহীনদের বাড়ি-ঘর ভেঙ্গে, গাছপালা কেটে ঘর নির্মাণ করছেন। এর ফলে সেখানকার ভূমিহীনরা আশ্রয়হারা হওয়ার শংকায় ভূগছেন। ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে কয়েক গ্রামের মানুষের চলাচল ও জমি থেকে ফসল আনা নেয়ার রাস্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম  বলেছেন, সেখানকার লোকজন বিষয়টি নিয়ে ভুল বুঝার কারনে এ অবস্থা হয়েছে।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ঋণের চাপে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধনাটোরে বন্ধ চিনিকল চালু ও বকেয়া পরিশোধ দাবিতে মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে