নাটোরে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

0
384

স্টাফ রিপোর্টার নাটোরকন্ঠ : নাটোরে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।শনিবার বেলা এগারোটার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডে হাফরাস্তায় নাটোর সদর মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী,পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম(বার),উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।

গণপূর্ত অধিদপ্তর এর বাস্তবায়নে “প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন” প্রকল্পের আওতায় ১৩ কোটি ৪১ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের তত্বাবধানে নাটোরে এই মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে নারী নির্যাতনের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধ৩৩৩ ও ৯৯৯ এ সেবা পাচ্ছে ১৭ কোটি মানুষ -পলক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে