নাটোরে যাত্রী সঙ্কটে গণপরিবহণ

0
298

নাটোর কন্ঠ:
নাটোরে যাত্রী সঙ্কটে পড়েছে গণপরিবহণ। শুক্রবার সকালে গণপরিবহনের চলাচলের দ্বিতীয় দিনে বাস টার্মিনালগুলোতে সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও সেগুলোতে যাত্রী দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের নিমিত্তে ভাড়া বৃদ্ধি করায় এই যাত্রী সংকট বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাসে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করলেও সিএনজি অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিক্সা চলছে আগের মতই গাদাগাদি করে যাত্রী নিয়ে। একারণেই বাসে যাত্রী সংকট দেখা দিয়েছে। বিভিন্ন জেলার সীমান্তের চেক পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো গণপরিবহন এক জেলা থেকে অন্য জেলায় যেতে না পারে। তবে যাত্রীদের কাছ থেকে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধদাস – দেবব্রত সরকার এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোর আগদিঘায় আখের জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে