নাটোরে শুভ সংঘের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু খাদ্য বিতরণ

0
185

নাটোরকন্ঠ :
নাটোরে ১০০ জন বন্যার্ত শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। কালের কণ্ঠ শুভ সংঘের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে আজ বেলা ১১টায় নলডাঙ্গা পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু খাদ্য বিতরণ করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাদিম সারোয়ার। এসময় অ্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নাটোর জেলা ত্রাণ বিষয়ক কর্মকর্তা সালাউদ্দনি আল ওয়াদুদ এবং নলডাঙ্গা উপজেলা প্রকল্প কর্মকর্তা ওমর খৈয়াম , পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমদ্দিন, পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ওয়ায়েশ আলী , শুভ সংঘ নাটোর জেলার শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকত ও সাধারণ সম্পাদক সুস্ময় দাস তনয় প্রমুখ। এসময় ত্রাণ বিতরণে হ্যাপি নাটোরের স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করেন। প্রতিটি শিশুকে ৩’শ টাকা মূল্যের শিশু খাদ্য বিতরণ করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার বলেন আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত। তাই বন্যার্ত শিশুদের কথা চিন্তা করেই জেলা প্রশাসন শিশুদের জন্য এ ধরণের উদ্যোগ নিয়েছেন। তিনি এ ধরণের উদ্যোগ নেওয়ার জন্য কালের কণ্ঠ শুভ সংঘ এবং হ্যাপী নাটোরকে ধন্যবাদ জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে হতদরিদ্রের তালিকায় মেম্বারের বিরুদ্ধে নয়-ছয়ের অভিযোগ
পরবর্তী নিবন্ধলালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে