নাটোরে সাড়ম্বরপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব শুরু

0
250
Durga Puja 2022

নাটোর কন্ঠ : নাটোরে এবছর ৩৮৯ টি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। আজ সনিবার সকালে প্রতিটি মন্দিরের ঘটে ষষ্ঠী পূজা শুরু হয়। ঢাকের বাদ্য, কাঁসর আর ঘন্টা ধ্বনী ও ধুপধুনার গন্ধে প্রতিটি মন্দির প্রাঙ্গন মুখরিত।

আজ সকালে আমন্ত্রন ও অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হল দূর্গা প্রতিমার আরাধনা। পূজা, আরতী, অঞ্জলী ও ভোগ রাগের মধ্য দিয়ে প্রতিদিনের পূজার সমাপ্তি ঘটবে। এ ভাবে সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

শ্রী শ্রী দুর্গাদেবীর গজে আগমন, ফল– গজে চ জলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা। শ্রী শ্রী দুর্গাদেবীর নৌকায় গমন, ফল নৌকায়াং শস্যবৃদ্ধি জলবৃদ্ধিশ্চ। তাই ভক্তরা মায়ের চরণে অঞ্জলী দিয়ে দেবী দূর্গার কাছে প্রার্থনা করবেন যাতে সকল অমঙ্গল দূর হয়ে তার নিজের, পরিবারের ও দেশের সকলের মঙ্গল স্থাপিত হয়। প্রার্থনা করবেন যাতে করে দেশ তথা বিশ্ব থেকে সকল প্রকার রোগ দূর হয়ে শান্তি স্থাপিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নাটোর জেলা শাখার সভাপতি এডভোকেট ভাস্কর বাগচী জানান, ‘এবছর নাটোর জেলার ৭টা উপজেলায় মোট ৩৮৯ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।এরমধ্যে নাটোরের সিংড়া উপজেলায় ১০০ টি নলডাঙ্গায় ৫৮ টি নাটোর সদরে ৭৯ টি বড়াইগ্রামে ৫২ টি লালপুরে ৪২ টি গুরুদাসপুর ৩১ টি এবং বাগাতিপাড়ায় ২৭ টি পূজা অনুষ্ঠিত হবে।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার জানান, ‘জেলা প্রশাসক‘এর কার্যালয়ে আয়োজিত সভার সিদ্ধান্ত মোতাবেক দুর্গাপূজার আয়োজক, মন্দির কমিটি এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নাটোর জেলা, উপজেলা শাখা, ইউনিয়ন শাখা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে সজাগ থাকতে অনুরোধ করা হয়েছে।’

নাটোরের কেন্দ্রীয় জয়কালী বাড়ি মন্দিরের পুরোহিত পঞ্চানন চক্রবর্তী জানান, ‘শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর ‘মহাষষ্ঠী’ ১৪ই আশ্বিন ১ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দে সনিবার, বোধন আমন্ত্রণ ও অধিবাস। ‘মহাসপ্তমী’ ১৫ ই আশ্বিন ২ অক্টোবর রবিবার।

‘মহাষ্টমী’ ও ‘সন্ধিপূজা’ ১৬ই আশ্বিন ৩ অক্টোবর সোমবার। ‘মহানবমী’ ১৭ আশ্বিন ৪ ই অক্টোবর মঙ্গলবার । ‘বিজয়াদশমী’ ১৮ শে আশ্বিন ৫ ই অক্টোবর রোজ বুধবার। শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রসস্থানাম অপরাজিতা পুজা।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আলোচিত সেই কলেজ শিক্ষিকা বরখাস্ত
পরবর্তী নিবন্ধনাটোরের এক অজানা নদ ‘মির্জা মাহমুদ’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে