নাটোরে হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

0
125
natore kantho

নাটোর কন্ঠ : নাটোরে হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এ্যাড: ভাস্কর বাগচী, সাধারন সম্পাদক দেবাশীস কুমার সরকার, যুব মহাজোটের সভাপতি সুজিত ঘোষ,সাধারন সম্পাদক চন্দন নাথ,

ছাত্র মহাজোটের সভাপতি কর্ণ তালুকদার, ইসকনের বর্মচারী নাম প্রেম সহ সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় বক্তারা বলেন, “আমরা সনাতন ধর্মালম্বীদের যে আইন আছে আমরা সেই আইন ই চাই। আমরা তথাকথিত কোন আইন মেনে নেবো না।

দেশকে অস্থীতিশীল করার জন্য নির্বাচনের আগে কিছু কুচক্র মহল হাইকোর্টে রিট করছে। তাই আমরা সরকারের কাছে আবেদন করছি সরকার যেন এই বিষয়টা সঠিক ভাবে দেখে।’’ এ সময় মহাজোটের অন্যান্য শাখা সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Advertisement
উৎসDebashish Sarker
পূর্ববর্তী নিবন্ধনাটোর কেন্দ্রীয় মন্দিরে সাত দিনব্যাপী হরিবাসর আজ থেকে শুরু
পরবর্তী নিবন্ধনাটোরের চলনবিলে চলছে ভ্রাম্যমান মহিষ খামার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে