নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে আদালতে তলব হয়রানির অভিযোগে

0
147
natore kantho

নাটোর কন্ঠ : সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগে নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফ কে তলব করেছে নাটোরের সিনিয়র জুডিশিয়াল আদালত। এনআইডি কার্ডে জন্মস্থান সংক্রান্ত ভুলের কারণ দেখিয়ে মোছা: রওশন আরা বেগম নামে এক পাসপোর্ট গ্রহীতাকে হয়রানির ঘটনায় ওই নারী আদালতের দ্বারস্থ হন।

তার অভিযোগের প্রেক্ষিতে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোববার দুপুরে মো. মোসলেম উদ্দীন এ আদেশে দেন। আদেশে আগামী ১৪ সেপ্টেম্বর নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না স্ব-শরীরে হাজির হয়ে আদালতকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এবিষয়ে বাংলাদেশ মাববাধিকার নাটোর জেলা শাখার সভাপতি এ্যাড. সোহেল রানা বলেন, ‘সেবা গ্রহীতাকে অযথা হয়রানি করা চরম মানবাধিকার লংঘন। এছাড়াও নাটোর পাসপোর্ট অফিসের অনিয়ম, দুর্ণীতি ও অযথা হয়রানির বিষয় গণমাধ্যমে উঠে এসেছে হেতু, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের শুভদৃষ্টি কামনা করি।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর দুর্গোৎসবের রঙে সাজছে
পরবর্তী নিবন্ধনাটোরে দু‘পক্ষের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে