নাটোর সদর ইউএনও’র সহযোগিতায় স্বজন ফিরে পেল হারিয়ে যাওয়া শতবর্ষী বৃদ্ধা (ভিডিও সহ)

0
770
nATORE KANTHO

নাটোর কন্ঠ : পথ ভুল করে নাটোর সদর উপজেলার ঘোড়াগাছা আমহাটি চৌমুহনি এলাকায় চলে আসা শতবর্ষী বৃদ্ধাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে রবিবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শতবর্ষী আমেনা বেওয়া পথ ভুল করে চলে আসে।

পরে স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধাকে সদর ইউএনও জাহাঙ্গীর আলমের কাছে পাঠানো হয়। তিনি ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিভিন্ন স্থানে খোঁজ করে তার স্বজন এক নাতি সোহেল রানাকে খুঁজে পায়। পরে সন্ধ্যা সাতটার দিকে সোহেল রানার জিম্মায় তুলে দেওয়া হয় তার শতবর্ষী নানী আমেনা বেওয়াকে।

নাটোর সদর ইউএনও জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিকদের কাছ থেকে জানতে পারি পথ হারা বৃদ্ধার খবর। তারপর মেম্বার ও স্থানীদের সহযোগিতায় বৃদ্ধাকে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, বিভিন্ন স্থানে স্বজনদের খোঁজার পরে তার নাতী সোহেলের জিম্মা দেওয়া হয় শতবর্ষী বৃদ্ধাকে। বৃদ্ধাকে পরিবারে ফিরিয়ে দিতে সার্বিক সহযোগিতা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান ইউএনও।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর ডিসি অফিসের ‘অপূর্ব’ করোনায় মৃত্যু
পরবর্তী নিবন্ধটাকার বস্তা পাওয়া গেলো রাস্তার পাশে !

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে