নির্বাসনে
মাহাবুব খন্দকার
সেই কবে এসেছি নির্বাসনে
কালা কালে কত কাল কেটে গেছে
সাক্ষী কেবল বাকশোর ঘাট শ্মশান
এখানে জীবন্ত দাহ হয়েছিল সেঁজুতির।
সেই সন্ন্যাসী আর ফিরে এলো না
বলেছিলো দেখা হবে একদিন
দিনে দিনে পেড়িয়ে গেল দিনান্তর
প্রতিক্ষিত এই আমি এক বৃহন্নলা।
সেই কোচোয়ান আজাহার পাগল
আর বনলতা সেনের আশ্রম
দিকে দিকে দিগন্তে মিলিয়ে গেল
এই মৃত্তিকালয়ে আমি নির্বাসনে।
Advertisement