নির্বাসনে -মাহাবুব খন্দকার‘এর কবিতা

0
681
Mahabub Khandakar

নির্বাসনে

মাহাবুব খন্দকার

সেই কবে এসেছি নির্বাসনে
কালা কালে কত কাল কেটে গেছে
সাক্ষী কেবল বাকশোর ঘাট শ্মশান
এখানে জীবন্ত দাহ হয়েছিল সেঁজুতির।

সেই সন্ন্যাসী আর ফিরে এলো না
বলেছিলো দেখা হবে একদিন
দিনে দিনে পেড়িয়ে গেল দিনান্তর
প্রতিক্ষিত এই আমি এক বৃহন্নলা।

সেই কোচোয়ান আজাহার পাগল
আর বনলতা সেনের আশ্রম
দিকে দিকে দিগন্তে মিলিয়ে গেল
এই মৃত্তিকালয়ে আমি নির্বাসনে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআজ ৪ জুন।ছাতনী গণহত্যা দিবস
পরবর্তী নিবন্ধগণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে কড়া তদারকিতে বড়াইগ্রাম পুলিশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে