নিষিদ্ধ আলাপ -বনশ্রী বড়ুয়া‘এর ছড়া

0
418
শ্রী. বড়ুয়া বনশ্রী

ছড়া : নিষিদ্ধ আলাপ

ছড়াকার : বনশ্রী বড়ুয়া

এ পাড়ায় আসো যখন
প্রদীপ হাতে সন্ধ্যাবেলা
আমার তখন অমাবস্যা
ছন্নছাড়া সারাবেলা।

আলোটুকুন নিভিয়ে দিয়ে
তুমি যখন নেশায় বুঁদ
আমার তখন সাজসজ্জা
নোনা জলে নিচ্ছে শোধ।

রক্ত লাল লিপস্টিকে
যেমন খুশি তেমন সাজ
নাচবে দেহ দুলবে কোমর
শকুনিদের মেটায় ঝাঁজ।

মুখ উঁচিয়ে উঁচু তলায়
হাস্যোজ্জ্বল তোমার মুখ
নখের থাবার তীব্র নাচন
কাঁপছে এখন বুক।

আমার নাহয় পেটে ক্ষিদে
তোমার বুঝি যৌনতায়?
এ শহরের আলোর খেলা
ডুবছে রোজ নিষিদ্ধতায়।

অন্ধকারের অহংকারে
মাখছে কালি সভ্য সমাজ,
পরাজয়ের গ্লানি মেখে
ভাঙছে হৃদয় ঠুনকো কাঁচ।

শ্রী…..

Advertisement
উৎসশ্রী. বড়ুয়া বনশ্রী
পূর্ববর্তী নিবন্ধদীপশিখা মেটি স্কুল
পরবর্তী নিবন্ধকবি শাহিনা খাতুন‘এর একগুচ্ছ কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে