পথ প্রহেলিকা -মাহাবুব খন্দকার‌‌‘এর কবিতা

0
276
Mahabub Khandakar

পথ প্রহেলিকা

মাহাবুব খন্দকার‌‌

দিবা রাত্রির অষ্ট প্রহরে
মোয়াজ্জেমের আজানে ধ্বনিতে
মোহিত ব্রহ্মের ব্রহ্মান্ড।
নেই অন্ত নেই খান্ত
মৃত্যু আর জন্মের মিছিল,
চলিছে আবিরাম ধারায়
পাহাড় নদি আর নক্ষত্র
মইথুন করে ছুটে চলেছে
নিহারিকা থেকে ছুটে আসা
ধুমরো কুঞ্জ; সেতারার তানে
ভেসে আসা সপ্তঋষির
ভাবাবেগ, ভক্তি সিঞ্চিত
আমি এক পান্থ ধুলি কণা সম।
বয়ে চলেছি আজন্ম
কার যেন বিরহ!

১২.০১.২০১৮

Advertisement
উৎসMahabub Khandakar
পূর্ববর্তী নিবন্ধশরবাংলা -আসাদ জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধরাগ -কবি এম আসলাম লিটন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে