পথ হারিয়ে ফেলি বলে… -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
150
Shaheena Ronju

পথ হারিয়ে ফেলি বলে…

কবি শাহিনা খাতুন

পথ হারিয়ে ফেলি বলে ভয়ে কোথাও যাচ্ছি না। মাঝে মাঝে নিত্য দিনের চেনা পথটাও অচেনা লাগে।
তখন নিজেকে জিজ্ঞেস করি
কিরে বাপু!
এ কেমন বিরূপ আচরণ? ঠিক আছোতো? না ঠিক আছে সবকিছু। অফিসে কোন্ কাজে মনযোগ দিলে জ্বালানি নিরাপত্তা জোরদার হবে। ছোট বাবুর যত্নটা কিভাবে করলে ও আর একটু সুস্বাস্থ্যের অধিকারী হবে সবই মনে আছে। দরিয়া নামের আনন্দের কথা ভুলিনি তো। তবে পথ চিনতে পারিনা কেন? কি জানি বাপু সংসারের কত রকম খেল? বোঝাই দায়। ডারলিং হারবারের আকাশটা খুব সুন্দর। একটানা এতদিন আকাশ দেখা সেই বা কম কিসে?
আকাশটা ঘুমায় না। আমার কোভিড নেগেটিভ হয়েছে আরও আগে। মনে হয় ফলস পজিটিভ এসেছিলো। এখানকার আধুনিক যন্ত্রপাতি ভুল রিডিং দেবে? কি জানি? তবে শরীরটা ঠিক আছে। হতে পারে এই রোগটার ভয়ংকর রূপ আর নেই। ডব্লিউএইচও এর ঘোষণার অপেক্ষা মাত্র। যাহোক পথ ভুলে যাওয়ার ভয়ে একা একা কোথাও যাইনি, আর কাউকে ডাকিনি সে যদি আমার উপস্থিতিকে ভয় পায়? যদি ভাবে কোভিড পজেটিভ রোগীর ডাক এ কোন বিড়ম্বনা!
কেন প্রকাশ করলাম? তাইতো!

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনাটোর কারাগারে হত্যা মামলার আসামীসহ ২ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির পিতার জন্মদিন পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে