পালাবদল -কবি অসিত কর্মকার‘এর কবিতা

0
185
Asit Karmakar

পালাবদল

কবি অসিত কর্মকার

শঙ্কর কাকা গত হলেপরে,
সে এক অদ্ভুত গাঢ়কালো আঁধার নামে রাজমাটি জুড়ে,
সে আঁধারে সাদা সাদা দানবীয় দাঁত ছাড়া
কিছুই দেখিনি তখন!
এভাবেই কেটে যায় বহুদিন,
তারপর হঠাৎ-ই একেশ্বরবাদীর অঙ্কুর মিলে এক,
একটা দীপ্তিমান সূর্য
সে-ও নিস্তেজ হতে হতে ঢুকেপড়ে যামিনী জঠরে
স্বতেজে ফেরার অঙ্গীকারে ঠিক তেমন-ই
এক বিশেষ অঙ্কুর !
একেশ্বরবাদীও তো হানিফ-ই এক
অকস্মাৎ
একেশ্বরবাদীও মিশে যায় গাঢ়কালো আঁধারে
স্বতেজে ফেরার অঙ্গীকারে…
তবে কী
আরেক কালো মানিকের অপেক্ষায় রাজমাটি
বন্ধু ?

২৩-১২-২০২১ ইং

Advertisement
উৎসAsit Karmakar
পূর্ববর্তী নিবন্ধরাগ -এম আসলাম লিটন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধমধ্যবয়সী সন্ধ্যা -কবি সাফিয়া খন্দকার রেখা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে