পিতা তুমি আসবে বলে- ভাস্কর বাগচী’র কবিতা

0
367
বঙ্গবন্ধু, জনক. জাতির জনক,

পিতা তুমি আসবে বলে- ভাস্কর বাগচী

সহস্র রাত আমি নির্ঘুম ;
কবিতার বনে,
পথভোলা পথিক বেশে,
ঘুরে বেড়াই!
তোমার কালজয়ী কবিতার কঠিন সংগ্রামে –
আমিও হয়ে যাই,
অকুতোভয়!
অমরাবতীর আকাশ থেকে তারা তুলে এনে,
তোমার জন্য আগমনী পথ তৈরী করতে পারি!
পিতা তুমি আসবে বলে,
তোমার দিঘির সাদা শাপলা গুলি আবার জেগে ওঠে!
কাব্য চত্তর এর শব্দ গুলি চিৎকার করে বলে-
আমরা মিলেছি আজ পিতার ডাকে!
জানো পিতা!
দুই পাশের গাছ গুলি আনন্দ সম্মেলন করে!

হরিণেরা তুলে নতুন গান ,
অনাথের মুখে আসে নতুন আশার হাসি।
চিত্ত সুতারের লাল গোলাপ,
শুধাংসু দত্তের সাদা গোলাপ
তিপান্ন বছর ধরে আবার অপেক্ষা করে!
আর কারাগারে নয়! শতবরর্ষী পিতার পৈত্রিক ভূমে!
সেখানে দোয়েলেরা গায় গান! শুভ্র শাপলার পাশে।

ভাস্কর বাগচী ১৭/৩/২০২০ খৃঃ

Advertisement
পূর্ববর্তী নিবন্ধজন্মদিনের মোমবাতি – ওয়াহিদ জালালের কবিতা
পরবর্তী নিবন্ধ“বসে আছি” কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে