পোস্টমর্টেম রিপোর্ট বলে শিশুটি বেঁচে নেই -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

0
352
বনশ্রী বড়ুয়া রুমি

পোস্টমর্টেম রিপোর্ট বলে শিশুটি বেঁচে নেই

কবি বনশ্রী বড়ুয়া

জলপাই রঙা স্মৃতির অন্তরালে মৃত্যু হয়েছে কবিতার;
প্রিয় সন্তানের পা আটকে আছে সোনার খাঁচায়,
আজ ফাল্গুনের রাতে একটাও জ্যোৎস্না নেই,
লোলুপ মগজে কারফিউ
তারপরও কাটা জিভের কি ভয়াবহ নিষিদ্ধ স্পৃহা!
হাত বদলে মুখ্যমন্ত্রী ডেকে আনে বিপ্লব।

শ্মশানে ঠাঁই দাঁড়িয়ে আছে মুণ্ডহীন এক শিশু,
চোখের তারায় সহস্র কোটি প্রশ্ন,
বেঁচে থেকেও মৃত কেন সে?

কবি, আপনি কবিতা লিখেন!
অদ্ভুত! কন্ঠ মূলে গোপন ব্যথা চেপে
আপনি ক্যানভাসে ভালোবাসা আঁকেন?

আমি মুখ লুকিয়ে কাঁদি লজ্জায়,
অন্ধত্বের ছায়া মেখে
মুণ্ডহীন শিশুটিকে বুকে জড়িয়ে রাখি
পরম আদরে, এখানে সত্য বলে কিছু নেই
চলছে কল্পনার পোস্টমর্টেম।

শ্রী…

Advertisement
উৎসবনশ্রী বড়ুয়া রুমি
পূর্ববর্তী নিবন্ধআখ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধনাটোরে পুলিশি অ্যাকশনে বিএনপির কর্মসূচি পন্ড

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে