প্রদোষ কাল -কবি গৌতম চট্টোপাধ্যায়‘এর কবিতা

0
289
Goutam Chattopadhyay

প্রদোষ কাল

কবি গৌতম চট্টোপাধ্যায়

মেঘ’টাও জমে জমে হয়েছে পাথর,
বৃষ্টিও ফিরেছে কাঁচে ঠক্ ঠক্ করে,
সব ” আরাব” একা শুয়ে আরবাতুনে,
রোদটাও ঝিমিয়ে গেছে তপ্ত দুপুরে।
শাপগ্রস্ত এ রাখাল বাজায় না বাঁশি,
ভাগ্যের পিছে পিছে ধাওয়া করে মরে,
কি আছে প্রদোষ ব্রতে! বিশ্বাস নেই,
গাভী’টাও বাঁধা নেই, খড়কুটো পড়ে।
শব্দরা ভেসে গেছে চিতার ছাইয়ের মতো,
নিঃশব্দ আজও কত কিছু বলে যায়,
জমা মেঘ পাথর ফুঁড়ে গুমরিয়ে কাঁদে,
একা গাভী,কার তরে! প্রদোষ কালে চিহ্ন রেখে যায়।

Advertisement
উৎসGoutam Chattopadhyay
পূর্ববর্তী নিবন্ধ“ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।”
পরবর্তী নিবন্ধজৈবতি’ শরীর -কবি মুতাকাব্বির মাসুদ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে