“প্রভুবন্দনা”- এম আসলাম লিটনের কবিতা

0
376
লিটন-এনকে

প্রভুবন্দনা
এম আসলাম লিটন
.
প্রভু, তোমার চেয়ে বড় হবার সাধ্যি আমার নাই!
সুফলা জমিন খেকো যত রসই শুঁষি না কেন
বুদ্ধুতে শক্তিতে নির্যাসে যতই ফুলে ফেঁপে উঠি
পত্রপল্লব বিকশিত করে যতই মহিরুহ হয়ে উঠি
তোমাকে ছাড়িয়ে যাবার স্পর্ধা আমার নাই
আমার ঘাড়ে একটাই মাথা প্রভু, প্রিয় মাথা।

প্রভুকে ছাড়িয়ে যেতে নেই
তাতে মাড়িয়ে যাবার গুনাহ বর্ষিত হয়
শুনেছি, প্রভুদের হাতে কলকাঠি থাকে
প্রভুরা রুষ্ট হলে কলকাঠি নড়ে ওঠে
কেঁপে ওঠে আসমান জমিন
নেমে আসে আসমানিবালা… জমিনিবালা…
বিশ্বজগত ফানাফানা করে সে কস্পতরঙ্গ
সরাসরি আঘাত করে আমাদের পেটে।

আমাদের একটি পেট আছে
সব আঘাত সইতে পারি প্রভু
পেটের আঘাত যে সয় না!!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“বুমেরাং অগ্রগতি” – কাজী আতীকের কবিতা
পরবর্তী নিবন্ধ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র মাসিক ১১০তম আসর !- বেনজির সিকদার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে