প্রেমে পড়ার বয়স -কবি গোলাম কবির‘এর কবিতা

0
147
Golam Kabir

প্রেমে পড়ার বয়স

কবি গোলাম কবির

প্রেমে পড়তে কোনো বয়স লাগে নাকি ?
যে কোনো বয়সেও তো প্রেমে পড়া যায়!
আসলে দোষ হলো হৃদয়ের!
কে যে কোন বয়সে প্রেমে পড়ে যায়
তার জন্য তো তার হৃদয়ই দায়ী,
বয়সের আবার কি দোষ!
কেউ প্রেমে পড়ে একদমই হিসেবনিকাশ
করে সবকিছু বিবেচনায় এনে,
কেউ বেহিসাবি ভুল করে বসে
প্রেমে পড়ার ক্ষেত্রে, কেউ বারবারই
ভুল করে বসে আবার প্রেমে পড়ে
সাগরের আছড়ে পড়া ঢেউ যেমন
বারবারই তীরে আঘাত করে তেমনি করে।
আবার এমনো তো দেখা যায় কোনো
একজন কখনো প্রেমেই পড়েনি ভয়ে
কিংবা সংকোচে অথবা লোকেরা কি বলবে
সেই চিন্তায়! আবার এমনো তো হয়!!
কেউ একজন সারাজীবন শুধু ভুলই
ভালবেসে গেলো, তারপর তার হঠাৎ করেই
একদিন মনে হলো এবার আর
কোনো ভুল নয়! সারাটা জীবন তো
ভুলই করে গেলাম, আর কতো!!
এখন রাত্রিদিন শুধু কান্না আর
অনুশোচনায় দগ্ধ হওয়া!
এরপর একদিন হঠাৎ করেই তার মনে হলো –
আমিও তো প্রেমে পড়ে গেছি তাঁরই,
যাঁকে কখনোই দেখিনি কোনোদিনই!
প্রেমে না পড়লে তার জন্য দু’চোখ বেয়ে
কেনো অমন কান্নার ঢল নামে?
ঘুম উবে গিয়ে চোখ হয়ে যায় রক্তিম পলাশ,
লজ্জায় মাথা নুইয়ে পড়ে ধূলায়,
কেমন জানি ভয়ভয় লাগে,
তবুও সমস্ত দ্বিধা সংকোচ ঝেড়ে ফেলে
বলতে ইচ্ছে করে – জান্নাত নয়,
জাহান্নাম ও নয়, চাই শুধু তোমাকেই!
তুমি ছাড়া যে আমার আর কেউ নেই,
কিছু নেই, কিচ্ছু নেই।
তাই আবারও বলছি –
প্রেমে পড়ার জন্য কোনো বয়সই লাগে না,
যে কোনো বয়সেও প্রেমে পড়া যায়,
শুধুমাত্র হৃদয় দিলেই হয়!

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বাউল কার্তিক উদাসের একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধনাটোরে ইউপি মেম্বারের লাশ উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে