“ফসলি জমি নষ্ট হবে দেখে, কাজ বন্ধ রেখেছিলেন পূর্বের জেলা প্রশাসক”

0
131
হালতি বিল

নাটোর কন্ঠ : নাটোরের মিনি কক্সবাজার খ্যাত হালতিবিলের ৪৯ শতাংশ জায়গায় ওয়েসিস নামে হোটেল ও রেস্টুরেন্ট নির্মাণের জন্য আজ ২৮ এপ্রিল শুক্রবার উদ্বোধন করা হয়।

এদিকে খবর টি সামাজিক যোগাযোগ মাধ্যে প্রচার হলে, ভিন্ন ভিন্ন মতামত আসেতে থাকে ফেসবুকে। সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের এক ফেসবুক পোস্টে আসতে থাকে ভিন্ন ভিন্ন মতামত।

দকতার হোসেন প্রিন্স নামে এক আইডি থেকে লিখেন, পূর্বের জেলা প্রশাসক, জমি নষ্ট হবে দেখে কাজ বন্ধ রেখেছিলেন। দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ এক ফেসবুক পোষ্টে লিখেন,

“শকুনের নজর পড়লো যখন, শেষ হবে এবার হালতি বিল। তৈরি হবে আরো অনেক রঙ্গশালা, অবকাশ কেন্দ্র, বড় বড় পুকুর। দেখার কি কেউ নেই। ” এই পোস্টের নিচে গণমাদ্যম কর্মি থেকে সাধারন জনগন, পাল্টাপাল্টি মতামত দেন।

হালতি বিলের সৌন্দর্য রক্ষায় প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করারও উদ্যোগ নিয়েছে অনেকেই। হালতী বিল বাসিকে নিয়ে আন্দোলন গড়ে তোলার মতামত দেন নাটোরের এক গণমাধ্যমকর্মী।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা শুরু
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় ধান কর্তন উদ্বোধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে