ফিরে এসো পারমিতা -কবি গোলাম কবির‘এর কবিতা

0
262
Golam Kabir

ফিরে এসো পারমিতা

কবি গোলাম কবির

ফিরে এসো পারমিতা,
ফিরে এসো আমার স্মৃতির শহরে,
আবারও ঘুরে ফিরে বেড়াবো
চিরচেনা সেই অলিগলি, রাজপথ, জনপদ।

ফিরে এসো পারমিতা,
ফিরে এসো আমার স্মৃতির শহরে,
আবারও এই বুকের খাঁচা
খুলে দেবো তোমার জন্য!

ফিরে এসো পারমিতা,
ফিরে এসো আমার স্মৃতির শহরে,
আবারও ভুলে যাবো
দিয়ে ছিলে যতো ব্যথা,
আবারও সাগরের বুকে মুক্তো খোঁজার
মতো করে আমরা খুঁজবো ভালোবাসার
উষ্ণতা, খুঁজে দেখবো হৃদয়ের
সব অলিগলি, মেঠোপথ, রাজপথ !

ফিরে এসো পারমিতা,
ফিরে এসো আমার স্মৃতির শহরে,
দু’জনে মিলে আবার বসবো
নীলক্ষেতের সেই চায়ের দোকানটায়,
আবার সেই রাধাচূড়ার ফুল দেখে
তোমার চোখে মুগ্ধতা এবং খুশিতে
চোখ উপচে পড়া আনন্দের ঝলক দেখবো,
কেটে যাবে অনন্ত সময়
খোলা আকাশের নীচে!

ফিরে এসো পারমিতা,
তুমি ফিরে এসো আমার স্মৃতির শহরে,
তুমি এলে আমরা আবার
ভালোবাসার পতাকা উড়িয়ে দেবো
কোনো এক সুখের বেনামি বন্দরে!

কিন্তু হায়! পারমিতারা তো
কোনোদিনই আসে না ফিরে আবার!
তবুও মিথ্যে স্বপ্ন দেখা,
তবুও কল্পনার ফানুস উড়িয়ে
প্রায় থেমে যাওয়া বুকের ধুকপুকানিকে
একটুখানি বাড়িয়ে দেয়া!

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় চাকুরির প্রলোভনে যুবককে ফাঁদে ফেলে বিয়ের কাবিন
পরবর্তী নিবন্ধলালপুরে পৌষ-পার্বন উপলক্ষে পিঠা উৎসব

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে