বড়াইগ্রামে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার, অবমুক্ত

0
315

নাটোর বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মহানন্দগাছা গ্রামে বিলুপ্তপ্রায় একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে এলাকার শত শত মানুষ প্রাণীটিকে দেখার জন্য ভীড় জমান। পরে গত রোববার সন্ধ্যায় এটিকে ঐ গ্রামের একটি জঙ্গলে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, মহানন্দগাছা গ্রামে বৃহস্পতিবার রাতে গন্ধগোকুলটিকে একটি কুকুর ধাওয়া করলে এটি পালাতে গিয়ে একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বুঝতে পেরে মাছ ধরা জাল দিয়ে পুকুর থেকে গন্ধগোকুলটি উদ্ধার করেন। গত তিনদিন যাবৎ তিনি প্রাণীটিকে সেবাশুশ্রষা ও খাবার দিয়ে সুস্থ করে তোলেন। পরে রোববার সন্ধ্যায় এলাকাবাসীর সহযোগিতায় গন্ধগোকুলটি পাশের জঙ্গলে অবমুক্ত করা হয়।

এ সময় নগর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আলম হোসেন, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক, সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নান ও কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, সমাজসেবক কামাল হোসেন ও সাদেক আলীসহ গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, এ প্রাণীর নাম গন্ধগোকুল। এর বৈজ্ঞানিক নাম Paradoxurus hermaphroditus। এরা নিশাচর প্রাণী, মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এছাড়া এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
পরবর্তী নিবন্ধসিংড়ায় ২ ভাগ কাজ না হতেই ৩০ লক্ষ টাকার বিল উত্তোলন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে