“বসন্তের এপিটাফ”- শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল

0
273
কবি-এনকে

বসন্তের এপিটাফ/ শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল

কুয়াশামাখা ওড়না ঢাকা,  নিলপাহাড়ী গান,
ঝিমধরা ঐ আবছায়াময়
মেঘের মনদালান।।

ইচ্ছেমতির ইচ্ছে ভাসান
মনপবনের নায়ে,
ইচ্ছেনদীর ঘাট পেরিয়ে
এলাম ভিজে পায়ে।।

মনপুড়ানো আলোয় মোড়া
শিশির ফোঁটার মুখ,
আকাশ পথে গড়িয়ে পড়া
লক্ষ তারার সুখ।।

ফাগুন বিনার সুর ভেসে যায়
রামধনু পথ বেয়ে,
উতল হলো কার হিয়া আজ,
আমার পথ চেয়ে।।

শিমুলবরণ স্বপন দোলে
পাতা ঝড়ার গানে,
ফাগুন এসে বলে গেলো,
তোমার কানে কানে।।

শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল
প:বঙ্গ, ভারত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“যে তোমাকে জানে- তোমার অধিক”- কাজী আতীকের কবিতা
পরবর্তী নিবন্ধ“বিভূতিভূষণের বিমাতা হেমাঙ্গিনী ও বৈরামপুরের কথকতা” – অমিতকুমার বিশ্বাস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে