বসন্ত বিষাদ লিপি চৌধুরী

0
396

 এই বসন্তে প্রেম এলো না মৃত্যু এলো জগৎ জুড়ে ফাগুন আগুন জ্বালিয়ে দিলো নির্মম ত্রাস উল্লাসে।

হলুদ পাখি সর্ষে ক্ষেত উদাসী হাওয়ায় ভাসলো প্রেম এলো না মৃত্যু এলো বিষশ্বাস চোখ রাঙানো।

কৃষ্ণচূড়া হাসলো হাসি আবির রাঙা মধুমাস দোল খেলনা কিশোরী মন সুখের ঘরে সন্ত্রাস। পঞ্চমে ঐ কোকিল গায় চাঁদের বুকে যক্ষ্মা ধামসা মাদল স্তব্ধতায় জীবন শুধু প্রত্যাশা।

মৃত্যু মিছিলে হাঁটছে একা বন্ধ্যা সোহাগী ক্লান্ত কবি গলায় জয়গান “ফুল ফুটুক আর না ফুটুক,আজ বসন্ত”।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় কৃষকদের মাঝে ৯টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধমা -কবি দীপ্তি জামান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে