বাঁধা পড়ে যাই -কবি নন্দিনী সোমা মুৎসুদ্দী‘এর কবিতা

0
376
সোমা মুৎসুদ্দী

বাঁধা পড়ে যাই

কবি নন্দিনী সোমা মুৎসুদ্দী

যতই তোমার থেকে দূরে চলে যাই
মনে হয় তারো চেয়ে
অনেক বেশি কাছে চলে আসি
যতই তোমাকে ভুলে যেতে চাই
ততই মনে পড়ে যায়,
তার চেয়ে অনেক বেশি ভালোবাসি
এটাই কি মায়া,
এটাই কি প্রেম,এটাই কি মুগ্ধতা
এটাই কি ভালোবাসা
তুমি পাশে না থেকেও মনে হয়
আমার পাশেই আছো
দূরে থেকেও, আমার মনেই আছো
আমার মনের ক্যানভাসে,
আলোকিত যে ছবি
নিত্য, আমি আঁকি, সেতো তোমারই।
যতবার আমাদের বন্ধনটা ছিন্ন হবে ভাবি,
আমি ততই বাঁধা পড়ে যাই, তোমার অদৃশ্য এক
ভালোবাসার টানে।

Advertisement
উৎসসোমা মুৎসুদ্দী
পূর্ববর্তী নিবন্ধপ্রতিশোধের আগুন -যুক্তরাজ্য প্রবাসী, কবি শাহারা খান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ স্কাউটস নাটোর জেলার ত্রৈ- বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে