বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ৫ লাখ টাকা

0
730

বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মীভূত ক্ষতি ৫ লাখ টাকা।

বাগাতিপাড়া, নাটোর কন্ঠ. নাটোরে বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছানোর আগেই জনগণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রয়োজনীয় কাগজপত্র ও
আসবাবপত্রসহ দূ’ কক্ষ বিশিষ্ট টিনসেডঘর আগুনে ভস্মীভূত হয়েছে।

রবিবার দুপুর দেড়টায় উপজেলার জামনগর ঘোষপাড়ায় এ অগ্নিকান্ডের
ঘটনা ঘটে। বাড়ি মালিক জামনগর উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান। অগ্নিকান্ডে তাঁর প্রয়োজনীয় কাগজপত্র ও
আসবাবপত্রসহ দূ’ কক্ষ বিশিষ্ট টিনসেডঘর আগুনে ভস্মীভূত হয়েছে। আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, দুপুর দেড় টায় হঠাৎ বাড়ির পাশের খড়িঘরে আগুন
লাগে। আগুন বাতাসে দ্রুত পাশের শয়নকক্ষে ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজনের চেষ্টায় দূ’ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণের পর বাগাতিপাড়া ও পুঠিয়া থেকে ফায়ার সার্ভিসের দূ’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দূ’কক্ষ বিশিষ্ট টিনসেডঘর সহ খড়ি ঘর পুড়ে গেছে। ছাই এর আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধজেনে নিন লকডাউনে কি কি মানতে হবে
পরবর্তী নিবন্ধনাটোরে হঠাৎ কালবৈশাখী ঝড়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে