বাগাতিপাড়ায় চল্লিশ দিনের কর্মসূচি প্রকল্পের উদ্বোধন

0
243

বাগাতিপাড়ায় চল্লিশ দিনের কর্মসূচি প্রকল্পের উদ্বোধন

বাগাতিপাড়া : নাটোরে বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নে চল্লিশ দিনের কর্মসূচি” প্রকল্পের কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। প্রকল্পের শ্রমিকরা নিজস্ব ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুমোদিত চেকের টাকা কালেকশনের মাধ্যমে শ্রমিকের মজুরি পরিশোধ করবেন ব্যাংক।

বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের মুন্সিপাড়া কাঁচা রাস্তায় ৩ এপ্রিল/ ২০২১ চল্লিশ দিনের কর্মসূচি প্রকল্প কাজের উদ্বোধন করেন জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাবিয়া বেগম, আঃ আজিজ ওরফে লাবু ও আমিনুল ইসলাম। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ২শত ৩জন নারী-পুরুষ শ্রমিক নিয়োগ পেয়েছেন। প্রত্যেক শ্রমিক প্রতি কর্ম দিবসে ২শত টাকা মজুরি পাবেন।

এখানে ৯টি ওয়ার্ডে শ্রমিকরা ৫টি দলে বিভক্ত হয়ে কাঁচা রাস্তা সংস্কার করবেন। ৫ জন ইউপি সদস্য ৫টি দলের প্রকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তে ট্যাগ অফিসার, ইউপি সদস্য ও লেবার সরদার এ কর্মসূচির কাজ দেখ-ভাল করবেন।

উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকির হোসেন জানান,তিনি ট্যাগ অফিসার হিসেবে নিয়মিত শ্রমিকদের উপস্থিতি ও কাজ পরিদর্শন করবেন। তাঁর এবং পি আই ও’র স্বাক্ষরকৃত জব কার্ডের উপস্থিতির ভিত্তিতে শ্রমিকরা নিজস্ব ব্যাংক হিসাব থেকে প্রাপ্য টাকা উত্তোলন করতে পারবেন।

চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রকল্পের কার্যক্রম চলে। স্বচ্ছতার ভিত্তিতে শ্রমিকরা নিজস্ব ব্যাংক হিসাব থেকে তাঁদের প্রাপ্য মজুরি উত্তোলন করবেন। শ্রমিকদের টাকা উত্তোলনে তাঁর কোন দায়িত্ব নেই।

প্রত্যেক শ্রমিক জব কার্ডের উপস্থিতির ভিত্তিতে চেকের মাধ্যমে ১৫ থেকে ২০দিন অন্তর নিজস্ব হিসাব থেকে প্রাপ্য টাকা উত্তোলন করতে পারবেন। সরকারি নির্দেশনায় তাঁরা প্রাপ্য মজুরির শতকরা ৭৫ টাকা উত্তোলন করবেন। অবশিষ্ট ২৫ পারসেন্ট টাকা কাজ শেষে উত্তোলন করবেন। “শ্রমিকদের টাকা উত্তোলনে চেয়ারম্যানের কোন দায়িত্ব নেই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে বজ্রপাতে খেজুর গাছে আগুন
পরবর্তী নিবন্ধসিংড়ায় হঠাৎ ঝড়-শিলাবৃষ্টি, ফসলের ক্ষয়ক্ষতি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে