বাগাতিপাড়ায় ৩ হাজার পিস মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
সেলিম রেজা, বাগাতিপাড়া, নাটোরঃ
করোনাভাইরাস কোভিড-১৯ এর সংক্রাম থেকে পৌরবাসিকে সুরক্ষা দিতে নাটোরের বাগাতিপাড়ায় ৩হাজার পিস মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে বাগাতিপাড়া পৌরসভায় প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের হাতে এই মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন পৌর মেয়র মোশাররফ হোসেন।
এসময় পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারী এবং সকল ওয়ার্ড কাউন্সিলর ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
মেয়র মোশাররফ হোসেন বলেন, এই মহামারি কালীন সময়ে সরকারি ভাবে দেওয়া সকল অনুদানগুলো কমিটি করে তালিকা আকারে জনপ্রতিনিধিদের মাধ্যমে সুষ্ঠু ভাবে বিতরণ করা হচ্ছে। এসকল কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
এবং এই ভাইরাসের সংক্রমণ থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বকে মুক্ত করতে সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করেন মেয়ের মোশারফ।
আগামী ১ জুন থেকে ডেঙ্গু নিধনের কাজ শুরু করবেন বলেও জানান তিনি।