“বাসি জিলিপি”- দেবব্রত রায়ের কবিতা

0
641
www.natorekantho.com

বাসি জিলিপি
দেবব্রত রায়

বাসি জিলিপি অপেক্ষা মচমচে
গরমাগরম জিলিপিই আমার
পছন্দের ! কোনো সী-বিচে আমি
ঠান্ডা জিলিপিদের নিয়ে যাই না
কারণ, একটি স্বাস্থ্যকর
লোনাহাওয়াতেও সেগুলি
ভীষণ অসুস্থ হয়ে ওঠে!বাসি
জিলিপি আমার অপচ্ছন্দের
বলেই, আমি জিলিপি-দৌড়েও
অংশগ্রহণ করি না! যাদের
মাথায় ঠিকমতো অক্সিজেন
পৌঁছায় না, একটি চশমার
খবরদারি ছাড়া যারা
চোখে কিছুই দেখতে পায় না,
( এবং ঈশ্বর বলতে যারা দাঁতের
মাড়িকেই বোঝে!)একমাত্র লতপতে,
বাসি জিলিপি তাদেরই বেস্টফ্রেন্ড !
কাঠবিড়ালির লেজ কেন মোটা হলো,
এ বিষয় নিয়ে টিভি-চ্যানেলে বিতর্কগুলি
সুপারহিট হওয়ায় একটি ইঁদুর এসে
খবর দিল আপাতত, বাসি জিলিপিগুলি
ভেঙে লবঙ্গলতিকার রসালো পুর
বানানোর একটি ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে!

পশ্চিমবাঙলা,ভারত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“নির্বাসিত কবি”- কবি বেনজির শিকদার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“সোনাভান”- মোহাম্মদ সেলিমের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে