বাড়ুক লকডাউন -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
408
Shupti Jaman

বাড়ুক লকডাউন

কবি সুপ্তি জামান

বাড়ুক লকডাউন
তবুও বাঁচুক প্রাণ
এত মৃত্যুর খবর প্রতিদিনে!
ভয়ানক ভয় আনে মনে।
একে একে এত প্রাণের মানুষ
যদি যায় চলে-
কি করে বাঁচবে মানুষ
কেমন করে চলবে দেশ?
একজন মানুষের মানুষ হতে লেগে যায়
অনেক অনেক বছর।
এত ক্ষতি পূরণ হবে কি সহজে?
এত এত ডাক্তার, জ্ঞানী গুনীজন
কেবলই বাড়ছে মৃত্যুর মিছিল
তবে বাড়ুক লকডাউন
তবুও বাঁচুক মানুষের প্রাণ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ভ্রাম্যমাণ ফিসভ্যানের মাধ্যমে মাছ বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধমন্দ-ভালো -কবি ফাহমিদা ইয়াসমিন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে