বিভিষীকা
হামিদুর রহমান
অবরুদ্ধ নগরী নিস্তব্ধতা চারিপাশ
চারিদিকে বিভিষীকা করেছে গ্রাস
নাই কোলাহল সকলই অচল
করোনা গিলে খাচ্ছে ধরনীতল।
এ কোন অভিশাপ বড়ই পরিতাপ
বাইরে যাওয়াটা অতিব বারন
অস্ত্র বিনা যুদ্ধে রত
দুনিয়ার যত মানব সকল।
মহাজ্ঞানী যারা হয়ে দিশেহারা
মহা শক্তিধর তারা নাই অবিচল
স্থির নেই কেউ সকলে অস্থির
পেরেশান মাঝে সইছে ধকল।
কখন কি যে হয় অজানা শংকায়
দুরু দুরু মনে ডাকি বিধাতায়
এ নিরাবতা দুরিভুত হোক
ফিরে আসে যেন কর্মচঞ্চল।
Advertisement