“বিস্মৃত পথ” কবি সুপ্তি জামান‘এর কবিতা (ভিডিও সহ আবৃত্তি)

0
672
www.natorekantho.com

“বিস্মৃত পথ”

কবি সুপ্তি জামান

সাপের গায়ে লেগে থাকা কাল
লেগে আছে দেয়ালে, মেঝেতে,
একটু ওত পেতে সাপের মতো কুন্ডলীকারে
লেপের তলায় আশ্রয় খুঁজে নিলাম।
পৌষের মাঝামাঝি শীতে অবসন্ন অপরাহ্ন
ঘুমে নয় এক লোকালয়ের পথে নিমগ্ন হলো চেতনা,
লোকালয়ের পথঘাট, পথের দুপাশের প্রাচীর,
প্রাচীর ঘেরা বসতি, বিদ্যুতের আলোয় ঝলমলে দোকান পাট,
মাছ পট্টি, কাপড় পট্টি, সবজী পট্টি, লাশ কাটা মোড়,
সিনেমা হলের মোড়, নওজোয়ান মাঠ
আর সেই লোকালয়ের সব মানুষ লতা গুল্ম
আর ঘাসে বিলিন হয়ে গেছে।
কোন স্থাপনা নয়, কোন বাড়ি নয়,
কোন মানুষের মুখ নয়
আমি এক পথকে সঙ্গী করে
সবুজে মাখামাখি লোকালয়ের পথ ধরে
হেঁটে চললাম…
অপরাহ্নের বিমর্ষ আলো এসে
একটি ভগ্নপ্রায় বাড়ির দেয়ালে পিছলে পড়ছে
ঐ বাড়ির অন্দরে এখনো শীতের সকালে
সব্জী খিঁচুরী রান্না হয় কিনা জানতে ইচ্ছে হলো।
ইচ্ছেটিও সবুজের সাথে মিলে মিশে, একাকার হয়ে গেল।
কারো বুকের জমিনে নয়-
সবুজ সমুদ্রে আমি হেঁটে চললাম পথকে ভালবেসে।
লোকালয়, লোকালয়ের জন মানুষ বিস্মৃত হয়
কেবল বিস্মৃত কোন পথ;
যে পথে আমি ভালবেসে পা রেখেছিলাম
আমার স্মৃতিতে, দূর নক্ষত্রের মতো জেগে রয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ছায়া’মা” || ওয়াহিদ জালালের কবিতা গুচ্ছ
পরবর্তী নিবন্ধবর্ণরাজা -(সূচনা পর্ব,ভাষণ পর্ব,ভ্রমণ পর্ব,কবির আগমন পর্ব)- কামাল খাঁ’র ছড়া গুচ্ছ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে