বেদনার বারো মাস – আবু জাফর সিদ্দিকীর কবিতা

0
230
জাফর

বেদনার বারো মাস
আবু জাফর সিদ্দিকী

বেদনার অক্টোবর গেল এল যে নভেম্বর
তাতেও সুখ নেই বিরহের বালুচর।
সে নেই হারিয়ে গেছে সুখের দিন জীবন কি সুখী হয় সুখ বিহীন।

ডিসেম্বরেও দুঃখ আমার সুখ নেই জীবনে
জানুয়ারিতে মরুভূমি ওগো তুমি বিহনে।
ফেব্রুয়ারি গেল বন্ধু নেই কোনো খবর বল তুমি আর কতদিন করতে হবে সবর।
মার্চ এপ্রিল মে গেল কোথায় থাকো তুমি
তুমি ছাড়া কেমন করে বাঁচি বন্ধু আমি।

জুন-জুলাই কাটে আমার তোমার কথা ভেবে
বল গো বল পাব তোমায় কবে?

আগস্ট মাসে তোমায় আমার পড়লো ভীষণ মনে
সেপ্টেম্বর যায় চলে যায় চোখ ভেজা নয়নে।

তুমি ছাড়া ভালো নেই লাগে শুধু দীর্ঘশ্বাস

তুমি ছাড়া কাটে আমার বেদনার বারো মাস।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে বছরে ৮ মাস জলাবদ্ধতায় ডুবে থাকে মাদ্রাসাটি
পরবর্তী নিবন্ধলালপুরে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে