বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খনন করায় ১ লক্ষ টাকা জরিমানা

0
311

নাটোরকন্ঠ বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ভিটা কাজিপুর ও কচুয়া বিল এলাকায় অবৈধ কৃষি জমিতে পুকুর খনন করায় দুই জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সাথে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর মেশিনের দুইটি ব্যাটারী জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে নাটোরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কৃষিজমিতে পুকুর খনন করে মাটি উত্তোলনের অপরাধে দুইটি ভিন্ন মামলায় মমিনুল ইসলাম ও গোলাম রাব্বানী প্রত্যেককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন ও এক্সেভেটর মেশিনের দুইটি ব্যাটারী জব্দ করেন।

এ সময় আদালত সংশ্লিস্ট মাটি ব্যবসায়ীদের অবৈধ পুকুর খনন করে মাটি বিক্রি বন্ধ করতে সতর্ক হওয়ার নির্দেশ দেন ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর লালপুরের গ্রীণ ভ্যালি পার্ক ও সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষনা
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎতের অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে