বড়াইগ্রাম পৌরনির্বাচন হচ্ছে অবাধ শান্তিপূর্ণ – কেন্দ্র পরিদর্শনকালে ডিসি ও এসপি

0
370

নাটোর কণ্ঠ : বড়াইগ্রাম পৌরসভা  নির্বাচনী এলাকার নয়টি কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়ার ও জেলা পুলিশ সুপার রতন কুমার সাহা। বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিদর্শন শেষে তারা বলেন পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে। এসময় তাদের সাথে প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রশাসনিক ভাবে জানানো হয় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনিক কাজ করে চলেছে নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রশাসন সর্বদা তৎপর রয়েছেন বলে জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণের জন্য আনসার, পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি সদস্যদের কঠোর নজরদারি রয়েছে।

বড়াইগ্রাম পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মাজেদুল বারি নয়ন এবং বিএনপির ইসাহক আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ পৌরসভায় কাউন্সিলর পদে ৩৮ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬শ ৬ জন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রাম পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু
পরবর্তী নিবন্ধনাটোরে বিএনপির বিক্ষোভ মিছিলে দুবৃত্তদের হামলা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে