ভালোবাসার কুহক -গোলাম কবির‘এর কবিতা

0
200
Golam Kabir

ভালোবাসার কুহক

গোলাম কবির

ভালোবাসলে সবসময়ই যে তাকে
পেতে হবে একান্ত নিজের করে
তা কিন্তু নয়, না পেলেও তো
ভীষণ ভালোবাসি বলা যায়,
ভীষণ ভালোবাসা যায়!
হৃদয়ের সবটুকু উজাড় করে
ভালোবাসা যায় পাবে না জেনেও।

ভালোবাসা পেলে কখনোবা
তা ফুরিয়ে যায় মোমবাতি
যেমন নিভে যায় মোম গলে যেতেই,
ভালোবাসা পেলে অনেক সময়
কি যে পেলাম তার আনন্দের রেশ
কাটতে না কাটতেই বিষাদের
কালো মেঘে ছেয়ে যায়
হৃদআকাশের সবটুকু!
বরং না পেলেই সেই ভালোবাসার
গনগনে আগুন বুকের মধ্যে
জ্বলে ধিকিধিকি, জ্বলে পুড়ে
ছারখার হয় তবুও নেভে না আগুন!

যে পায় নি, তার ভালোবাসা
ইতিহাস হয়ে যায়,
মানুষের হৃদয়ে
থেকে যায় তার নাম!

এমনও তো কেউ কেউ আছে
যে কোনো দিনই তাকে
পাবে না জেনেও ভালোবাসে!

এ যেনো জেনে শুনে পতঙ্গের মতো
ঝাঁপিয়ে পড়া অগ্নিকুণ্ডে,
তারপর যা হবে হোক না কেনো,
ভালোবাসার অতল গহ্বরে
হারিয়ে যেতে যেতে ভালোবাসার
কুহকে আঁটকে যাওয়া!

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধহারানো দিন -শাহাদাত হোসেন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে মঞ্চায়িত হল পথযাত্রা “নবাবের দরবারে কপিলা’’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে