ভালোবাসার রক্তিম উপাখ্যান -কবি গোলাম কবির‘এর কবিতা

0
182
Golam Kabir

ভালোবাসার রক্তিম উপাখ্যান

কবি গোলাম কবির

কখনো আহ্লাদী নদীর মতো
হৃদয়ে তোলপাড় করে অস্তিত্বের
ভূভাগে ফোটাও গোলাপ কিংবা রজনীগন্ধা !
কখনো সদ্য বেণী করা চুল গুলো
পিঠের ওপর রেখে হেলেদুলে চলা
কিশোরীর মতো রঙিন স্বপ্নের জাল
বুনতে থাকা উচ্ছলতায় ভাসিয়ে
নিয়ে যাও আমার যৌবন !
কখনো তীব্র ভাঙনপ্রবণ নদীর মতো
আমার সমুদয় ভালো থাকাকে
বিশাল শূন্যতায় ডুবিয়ে দাও এক লহমায় !
কখনো ক্রমেই সরু হতে হতে
একদমই বিলীন হয়ে যাওয়া
কোনো নদীর মতো অতীত দিনের
স্মৃতির ঝাঁপি খুলে দিয়ে কখনো কাঁদাও
আবার কখনো হাসাও,
সেই তুমিই তো আমার
ভালবাসার রক্তিম উপাখ্যান !

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধঅক্ষরে আগ্রহ আছে -কবি অসিত কর্মকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে শ্রমিক অফিসে মাদকসেবন : শ্রমিক নেতা আকরামসহ আটক ১২ জন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে