ভাষার যাপন – লিপি চৌধুরী

0
227

ভাষার যাপন
লিপি চৌধুরী

স্বপ্নগরে যুদ্ধ শুধু ছায়ার সঙ্গে ছায়ার
ব্রহ্মা জানে জীবন বাজি মান রাখতে ভাষার।
রক্তে আমার বাংলা ভাষা মনে দাসত্ব
বাংলাটা তাই গ্রাম্য নেহাত ইংলিশটা ই শ্রেয়।

রং চড়িয়ে পোশাক আশাক ভাষার কারিকুরি
মঞ্চ মাতাই ভাসাদিবস ২১ শে ফেব্রুয়ারি।
২১ মানে তুর্কি তরুণ ভাষার জন্য বলি
রক্ত নিয়ে খেলবো মোরা দেশের জন্য হোলি।

আসলে সব ঢক্কা নিনাদ কথার বুজরুকি
ভাষায় মিশে পাঁচফোড়ন ইংরিজিটাই বেশি,
এটাই এখন চলছে দাদা,বেহিংলিশ চল
একটা দিনই বাংলা আমার,বাংলা মায়ের বোল।

বাংলা আমার বাংলা তোমার বাংলা প্রতিবেশীর
ইংরেজিটা দারুন স্মার্ট, হোক না বিদেশী।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধভ্যান চালকের মৃতদেহ ভুট্টা ক্ষেতে পড়ে ছিল
পরবর্তী নিবন্ধসিংড়ায় ২৮ টাকা দরে গম সংগ্রহ শুরু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে