ভুল -কবি আজাদুর রহমান‘এর কবিতা

0
787
আজাদুর রহমান

ভুল

কবি আজাদুর রহমান

আমি ভুল করেছি
আমার পিতাও করেছিল
তার পিতা, পিতার পিতা
তার পিতা…
মা হাওয়া এবং আদি পিতা
আমরা সকলেই ভুল করেছি।

তুমি তো জানো, মহান সেইসব ভুলে
আমাদেরকে তুমি ভালবেসে বেসে
এই সুন্দর শ্যামলিমা দিয়েছো
ফুলে-ফলে নদী-নদে আলো-ছায়ায়
গভীর মায়ায়, তোমার কথা আর
মনে থাকে নি আমাদের!

আমরা এখন আর নিঃশ্বাস নিতে পারছি না
দম বন্ধ হয়ে যাচ্ছে আমাদের
আমরা মারা যাচ্ছি,
কোথাও যেতেও পারছি না আমরা,
আমাদের আর কোন পৃথিবী নাই!

আরেকটা মহান ভুলের জন্য
প্রাণপনে ঋজু হয়ে আছি আমরা,
আর একটা ভুল দাও, মাওলা
নতুন এক পৃথিবীতে যাই।

Advertisement
উৎসআজাদুর রহমান
পূর্ববর্তী নিবন্ধন্যুব্জ নিবেদন -কবি বেনজির শিকদার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধপ্রাকৃতিক উৎসবই হোক মূল উৎসব

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে