মঙ্গল গ্রহ -কবি চিন্ময় সরকার’এর কবিতা

0
302
নন্দিতা বিশ্বাস সরকার

মঙ্গল গ্রহ

কবি চিন্ময় সরকার

মহাকাশযানে চড়ে মঙ্গলের পথে আমি
একটু পরেই মঙ্গলের মাটি স্পর্শ করব।
খানিক বাদেই পৌঁছে গেলাম বহুকাঙ্খিত মঙ্গলে
তবে একি এখানে কোন বৃক্ষ নেই কেন ?
বটবৃক্ষ নেই, হিজল-তমাল নেই, পাখির কলতান নেই-
নদীর কুল কুল শব্দ নেই, এখানে কোনো মানুষ নেই কেন ?
ভালোবাসা নেই, প্রেম নেই, স্নেহ মায়া-মমতা নেই-
চারিদিকে এত নিস্তব্ধ নিশ্চুপ কেন ?
না-না অচেনা গ্রহে আর এক মুহূর্ত থাকতে চাই না
ক্রমেই নিস্তেজ হয়ে যাচ্ছি, দম বন্ধ হয়ে যাচ্ছে ;
যেখানে সঙ্গীত নেই, রবি ঠাকুর নেই-
রজনীকান্ত নেই, কাজী নজরুল নেই,
সেখানে আর এক মুহূর্ত থাকতে চাই না।
এই কে আছো ?
কে আছো কোথায় ?
আমি পৃথিবীতে যাব-
আমি পৃথিবীতে যাব
আমার পৃথিবীতে নিয়ে চলো…

Advertisement
উৎসনন্দিতা বিশ্বাস সরকার
পূর্ববর্তী নিবন্ধআজ পবিত্র জুম্মাবার : মসজিদে যাওয়ার ফজিলত
পরবর্তী নিবন্ধনাটোর পিআইও অফিস সহায়ককে ছুরিকাঘাত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে