মন্দ-ভালো -কবি ফাহমিদা ইয়াসমিন‘এর কবিতা

0
755
Fahmida Yasmin

মন্দ-ভালো

কবি ফাহমিদা ইয়াসমিন

তুমি আর আমি একাকার আজ
প্রকৃতির মতো মিলেমিশে থাকি

তুমি আর আমি নদীর হয়ে ছুটি
জেনো একই পথ একই সমান্তরাল

তুমি আর আমি লীলাবতী মেঘ
তবু এক হয়ে ছুটে চলা নিরবধি

তুমি আর আমি আকাশের আলো
একজীবনে দুই প্রাণের গাথা মন্দ—ভালো

Advertisement
উৎসFahmida Yasmin
পূর্ববর্তী নিবন্ধবাড়ুক লকডাউন -কবি সুপ্তি জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধপ্রার্থনা -কবি অসিত কর্মকার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে